মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই, জয়ের পর প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয়ের - জ্যোতিপ্রিয় মল্লিক
"মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই । তা আবারও প্রমাণ হল । এই ফলাফলের পর বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে আসার জন্য লাইন লাগাবে । পার্টি অফিসের সামনে ইট পাতবে ৷" জয়ের পর সংবাদমাধ্যমের সামনে এমনই প্রতিক্রিয়া দিলেন হাবড়ার বিজেপি প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । তবে ছাঁকনি দিয়ে ছেঁকে যে তাদের দলে নেওয়া হবে সেকথা জানাতেও ভোলেননি তিনি । সংবাদমাধ্যমের সামনে জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, "একজন মহিলাকে হারাতে দিল্লির এক-দেড়শো জন লোক উঠে পড়ে লেগেছিল । আমার কেন্দ্রেই কেন্দ্রীয় সরকারের ন'জন মন্ত্রী পড়ে ছিলেন । প্রতিমুহূর্তে অত্যাচার সহ্য করতে হয়েছে । তা সত্ত্বেও মানুষ পাশে থেকে সমর্থন করায় কৃতজ্ঞ ৷" জেলার অভাবনীয় ফলাফল নিয়ে হাবড়ার জয়ী তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আমি আগেই বলেছিলাম উত্তর 24 পরগনা জেলায় ভালো ফল করবে তৃণমূল । ইতিমধ্যে 27টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা । আরও দু'টি আসনে এগিয়ে রয়েছেন দলের প্রার্থীরা । বিশেষ করে ব্যারাকপুর মহকুমায় অভাবনীয় ফল হয়েছে দলের জানান জ্যোতিপ্রিয় ।