প্রথমবার ভোটের লাইনে দাঁড়িয়ে কী বললেন আব্বাস ? - Exlusive Interview with Abbas Siddiqui
রাজ্য রাজনীতির পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, এবারের ভোটে তিনিই নাকি হতে চলেছেন কিং মেকার ৷ রাজ্যের মুসলিম ভোটারদের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর ৷ আর এবার রাজ্যের পিছিয়েপড়া মানুষদের হক বুঝে নেওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি ৷ তৈরি করেছেন নিজের দল ৷ তৃণমূল অবশ্য বলছে, বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই ভোটে লড়ছে আইএসএফ ৷ আজ প্রথমবার ভোট দিলেন আব্বাস সিদ্দিকী ৷ ভোটের লাইনে দাঁড়িয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বললেন, এবারের লড়াইটা বিজেমূল বনাম সংযুক্ত মোর্চার ৷ দুর্নীতির বিরুদ্ধে সুশাসন তৈরির লড়াই ৷"
Last Updated : Apr 6, 2021, 2:35 PM IST