খড়গপুরে দুর্নীতি-কাটমানি সরিয়ে উন্নয়ণের লক্ষ্যে হিরণ - বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
ঘরের ছেলেকে চাইছে না খড়গপুরবাসী । একাধিক বিষয়ে সেই খড়গপুর বাসী তৃণমূল প্রার্থীর উপর রেগে আছেন বলে জানান হিরণ । এলাকায় কষ্টে আছেন মানুষ । ভালো হাসপাতাল নেই এলাকায়, এই কথাও জানান তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছেন । তাঁর একমাত্র লক্ষ্য রাস্তা নীল সাদা করা এবং কাছের মানুষকে বিপুল টাকা পাইয়ে দেওয়া । অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিতেও ছাড়েননি তিনি । বলেন, এখানে টাকা রেখে শেষ করতে না পেরে ব্যাঙ্ককেও টাকা রাখতে হচ্ছে তাঁকে । মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত খড়গপুর সদরের বিজেপি প্রার্থী । সেখানে এক লাখ ভোটে জেতার বিষয়ে আশাবাদী তিনি । দুর্নীতি ও কাটমানি সরিয়ে উন্নয়নের লক্ষ্যে খড়গপুর বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ।