পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভোট প্রক্রিয়ার শুরুতেই খারাপ ইভিএম, লম্বা লাইনে অপেক্ষা ভোটারদের - evm disturbed in raigunj

🎬 Watch Now: Feature Video

By

Published : Apr 22, 2021, 11:43 AM IST

রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন 127 নম্বর বুথে ইভিএম খারাপ থাকার অভিযোগ উঠল ৷ নির্বাচন শুরু হওয়ার ঘণ্টা খানের বেশি পেরিয়ে গেলেও ভোট প্রক্রিয়া চালু হল না বলে অভিযোগ ওঠে এদিন । দেখা নেই সেক্টর টিমের । সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের ৷ প্রিসাইডিং অফিসার সুদীপ্তা তারা বলেন, "আমরা মক পোল ঠিকঠাক করার পর যখন ভোটাররা ভোট দিতে যান তখন দেখা যায় ইভিএম খারাপ ।" নিখিল কুমার পাল নামে এক ভোটার বলেন, "সকাল সাড়ে পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি ৷ এখনও ভোট দিতে পারলাম না । ইভিএম খারাপের জন্য এই বিপত্তি ৷"

ABOUT THE AUTHOR

...view details