ভোটে বাধা, চাপড়ায় ইভিএম বিভ্রাট
নদিয়ার চাপড়া বিধানসভার ইসলামগঞ্জ হাই মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ের 196 এ নম্বর বুথে ভোটগ্রহণ শুরুতেই প্রায় 10 মিনিট ইভিএমের সমস্যা হয় । প্রিসাইডিং অফিসার জানান অল্প কিছু সময় ইভিএমের সমস্যা হলেও এখন সবটাই স্বাভাবিক হয়ে গেছে ৷ এখন আর কোনও সমস্যা নেই ।