যে দুই পায়ে জিততে পারেনি সে একপায়ে কি জিতবে, মমতাকে কটাক্ষ দিলীপের - dilip ghosh
"যে দুপায়ে জিততে পারেনি সে একপায়ে কি জিতবে" বাঁকুড়ার ছাতনায় এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যনারায়ন মুখার্জির সমর্থনে একটি পথযাত্রা করতে এসে বললেন, বাঁকুড়ার সবকটা আসনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। এদিন উনি আরও বলেন, দিদি হারবেন জেনে এভিএম পাহারা দেওয়ার কথা বলছেন ৷