পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ফরম্যালিটি হিসাবে নির্বাচন শেষ করতে হবে, রেজাল্ট হয়ে গেছে : দিলীপ - দিলীপ ঘোষ

By

Published : Apr 3, 2021, 3:22 PM IST

নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাস একেবারে চলে গিয়েছে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ আজ নিউটাউনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নিজের কর্মী-নেতাদের উপরে বিশ্বাস নেই, তাই তিনি গতকাল দিনহাটা থেকে নিজের দলের কর্মী ও নেতাদের গদ্দার বলে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন । নির্বাচনে আত্মবিশ্বাস তলানিতে গিয়ে থাকলে তবেই মানুষ একথা বলেন বলে তিনি দাবি করেন । কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে টাকা বিলি করার অভিযোগ হাস্যকর বলেও দাবি করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, ‘‘গরু বাজার থেকে অর্থ আসছে না বলেই টাকার কথা বলছেন মুখ্যমন্ত্রী। ফরম্যালিটি হিসাবে নির্বাচন শেষ করতে হবে, রেজাল্ট হয়ে গিয়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details