পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

তুফানগঞ্জে মিঠুনের রোড শো তে জনজোয়ার - west bengal assembly election 2021

By

Published : Mar 31, 2021, 9:39 PM IST

মহাগুরু মিঠুন চক্রবর্তীর রোড শো তে জনজোয়ার কোচবিহারের তুফানগঞ্জে। বুধবার বিকেলে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মালতি রাভা এবং নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর সমর্থনে তুফানগঞ্জে রোড শো করেন মহাগুরু। তুফানগঞ্জ এর কালীবাড়ি মোড় থেকে রামহরি চৌপথি পর্যন্ত মিঠুন চক্রবর্তীর র‍্যালি ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত । র‍্যালি শেষে মিঠুন চক্রবর্তী জানান, "তিনি বিরোধীদের সম্পর্কে কোনও কথা বলব না। যা বলার বিজেপি সম্পর্কে বলব ৷"

ABOUT THE AUTHOR

...view details