লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আবদুল মান্নান - আবদুল মান্নান
হুগলির চাঁপদানিতে গোপীনাথ সাহা প্রাইমারি মেমোরিয়াল স্কুল ২৩৫ নম্বর বুথে ভোট দিলেন আবদুল মান্নান । সকালে গড়িতে চেপে ভোটদান কেন্দ্রে আসেন চাঁপদানীর সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ৷ এরপর ভোটারদের সঙ্গে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ।