বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান - দিলীপ ঘোষের রোড শো
তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান শহর। মঙ্গলবার বিকেলে বিজেপির দিলীপ ঘোষের রোড শো ছিল। সেই রোড শোয়ে বিজেপির যে মিছিল এগিয়ে চলছিল সেই মিছিল থেকেই তৃণমূল কংগ্রেসের অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপর এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ফলে উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের রসিকপুর এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে পাওয়ার হাউস পাড়া থেকে দিলীপ ঘোষের রোড শো শুরু হয়। সেই রোডশো চলাকালীন রসিকপুর এলাকা দিয়ে যাবার সময় বিজেপির মিছিল লক্ষ্য করে তৃণমূল ইট ছুঁড়তে শুরু করে । এরপরেই বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের মারামারি শুরু হয়। অভিযোগ বিজেপির কর্মীরা তৃণমূলের কার্যালয় ভাঙচুর চালিয়েছে । অন্যদিকে তৃণমূলের দাবি, এদিন বিজেপির মিছিল চলাকালীন বিজেপি কর্মীরা রাস্তার ধারে থাকা তৃণমূলের পতাকা ছিঁড়ে দেয় ৷ এই নিয়ে তৃণমূল প্রতিবাদ করায় বিজেপি কর্মীরা তাদের উপরে হামলা চালায়। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা আব্দুল রবের নেতৃত্বেই এদিন দিলীপ ঘোষের মিছিল লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে তৃণমূল। প্রতিবাদে বিজেপি কর্মীরা রুখে দাঁড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বলে, এদিন বিনা প্ররোচনায় বিজেপি তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ।
Last Updated : Apr 13, 2021, 7:31 PM IST