দিনহাটায় গণনাকেন্দ্রের বাইরে গন্ডগোল, লাঠিচার্জ পুলিশের - দিনহাটায় গণনাকেন্দ্রের বাইরে লাঠিচার্জ পুলিশের
ভোট গণনার শেষ পর্বে উত্তেজনা ছড়াল দিনহাটা কলেজ গণনাকেন্দ্রে । এদিন সন্ধে নাগাদ হঠাৎই ওই গণনা কেন্দ্রকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় । ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । অভিযোগ, এরপরই বাইরে থাকা উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ মূলত, ভোটগণনা শেষ হতে দেরি হওয়ায় উত্তেজনা ছড়ায় গণনাকেন্দ্রের ভিতরে । এরপর বাইরে থেকে ইটবৃষ্টি শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ।