জওয়ানের কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধ - শারীরিকভাবে অক্ষম
সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সাগর, পাথর প্রতিমা, গোসাবার পাশাপাশি চলছে কাকদ্বীপে ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে মিলছে নানা অশান্তির খবর ৷ আর সেখানে ভিন্ন ছবি ধরা পড়ল কাকদ্বীপের 112 নম্বর ও 112 (a) অক্ষয় নগরী জ্ঞানময়ী বিদ্যানিকেতন বুথে। মূলত এই বুথে 1200 ভোটার রয়েছে ৷ এই বুথের ভোটার কাকদ্বীপের বাসিন্দারা যোগেন্দ্র রায়। শারীরিকভাবে অক্ষম যোগেন্দ্র বাবু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের কোলে চড়ে এলেন ভোটকেন্দ্রে । ভোট দিলেনও একইভাবে ৷ আইটিবিপি ব্যাটেলিয়নের জওয়ান প্রকাশ শর্মা এদিন নিজেই দায়িত্ব নিয়ে ওই ভোটারকে বুথে নিয়ে যান । এবং দায়িত্ব সহকারে তাঁকে ভোটদানে সহযোগিতা করেন। একদিকে যখন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে তখন এই বিরল ছবি ধরা পড়ল কাকদ্বীপে ৷
Last Updated : Apr 1, 2021, 6:15 PM IST