পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নিরাপত্তা রক্ষীকে নিয়ে এবার ভোট প্রচারে সেলিব্রিটি সায়নী - আসানসোলে সায়নী ঘোষ

By

Published : Mar 23, 2021, 10:32 PM IST

Updated : Mar 23, 2021, 10:44 PM IST

জনপ্রিয়তায় তাঁকে ছোঁয়ার সাধ্যি কার... কিন্তু, স্বশরীরে... হাতের কাছে পেয়ে সেটাই তো করতে গিয়েছিলেন আসানসোলের লোকজন ৷ আর তাতেই তো গোল বেঁধে ছিল ৷ শাড়ির কোঁচা ধরে ছুটতে হয়েছিল তৃণমূলের সেলিব্রেটি প্রার্থীটাকে ৷ বেশ কিছু পথ ছোটার পর রেহাই মিলেছিল ৷ হাত জোর করে হাসি মুখে গাঁদার মালাও পড়েছিলেন ৷ আর তাই কোনও ঝুঁকি নিতে চাননি ৷ মঙ্গলবার তাই নিরাপত্তা রক্ষী নিয়ে প্রচার সারলেন সায়নী ৷ হাত মেলালেন ৷ কথা বললেন ৷ আর সবই করলেন রক্ষীদের ঘেরাটোপে ৷
Last Updated : Mar 23, 2021, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details