গরিবের পার্টি লাল ঝান্ডা, বললেন রানিগঞ্জের সিপিআইএম প্রার্থী - হেমন্ত প্রভাকর
সোমবার 91 নম্বর ওয়ার্ডে প্রচার করলেন রানিগঞ্জের সিপিআইএম প্রার্থী হেমন্ত প্রভাকর। এদিন প্রচারে বেরিয়ে তিনি বলেন , "রানিগঞ্জ মিউনিসিপ্যালিটি ফিরিয়ে আনব আমরা । বেকার যুবকদের কর্মসংস্থান করব "। জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও সুর চড়ান হেমন্তবাবু । তাঁর অভিযোগ, চুরি-ডাকাতি করে এখন বিজেপিতে চলে গিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি ।