ভাটপাড়ায় বোমা নিস্ক্রিয় করল বম্ব স্কোয়াড - বোম্বস্কোয়াড
ভাটপাড়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড । ভাটপাড়া থানার পাশে ২ নম্বর গলিতে সোমবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে বম্ব স্কোয়াড আসে । দমকলবাহিনী বোমাগুলি জল দিয়ে ভেজানোর পর সেগুলিকে গঙ্গার তীরবর্তী একটি বন্ধ পেপার মিলে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় । পুলিশ সূত্রে খবর, বোমাগুলি নিষ্ক্রিয় করতে গিয়ে দেখা যায়, তার মধ্যে স্পিলন্টার নেই । এই ধরনের বোমায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কম । শুধুমাত্র বিকট শব্দ হওয়ার সম্ভাবনা থাকে । প্রাক্তন কাউন্সিলর মুকসদ আলম বলেন, "এই ঘটনার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই । "