অসুস্থতার জন্য় কৃষ্ণনগরে মাঝপথে ব়্য়ালি বন্ধ করলেন মিঠুন - assembly election 2021
কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী মুকুল রায়ের হয়ে প্রচার করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু করে চ্যালেঞ্জ মোড় পর্যন্ত ব়্য়ালি করার কথা থাকলেও মাঝরাস্তা থেকেই চলে যান তিনি ৷ অসুস্থ হয়ে পড়ায় পিসফুল মোড় থেকেই চলে যান তিনি ৷ এমনকী, সাংবাদিকদের মুখোমুখি হয়েও শারীরিক অসুস্থতার জন্য় তিনি কথা বলতে পারলেন না ৷ তবে মিঠুন জানান, যতদিন পারবেন প্রচার চালিয়ে যাবেন।