নাকা চেকিংয়ে বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ - রথীন বোসকে হেনস্থা
বিজেপি নেতা রথীন বোসের গাড়ি চেকিং চলাকালীন পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের শুটকাবাড়িতে এই ঘটনা ঘটে। আগামীকাল সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা রয়েছে কোচবিহারের শীতলকুচিতে । সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে, আজ কোচবিহার থেকে যখন শীতলকুচি যাচ্ছিলেন রথীন বোস ৷ পথে শুটকাবাড়ি এলাকায় নাকা চেকিংয়ে থাকা পুলিশকর্মীরা বিজেপি নেতার গাড়ি আটকায় । এরপরই মধ্যে বচসা শুরু হয় দু'পক্ষের । বিজেপি নেতা রথীন বোসের অভিযোগ, পুলিশ কর্মীরা তাঁদের গাড়ি আটকায় ৷ এরপর তাঁদের হেনস্থা করা হয় বলেও অভিযোগ ওঠে । ঘটনাটি নির্বাচন কমিশনে জানানো হবে বলে তিনি জানানা। যদিও গোটা বিষয়টি নিয়ে পুলিশকর্মীরা কিছু বলতে চাননি ।