পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বেচারাম মীরজাফর ! - বিজেপি প্রার্থী সমীরণ মিত্র

By

Published : Apr 6, 2021, 9:09 PM IST

এক সময়ের সহকর্মী বেচারাম মান্না প্রসঙ্গে হরিপাল কেন্দ্রের বিজেপি প্রার্থী সমীরণ মিত্র বলেন,"বেচারাম মান্নার থেকে বড় মীরজাফর কেউ নেই । এত দুর্নীতের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন । নিশ্চয় কোনও গোপন সূত্র আছে ।" ভোটের আগে বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন,"কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূলও তো ভোটের মুখে বাজপেয়ী সরকারের সঙ্গে জোট বেঁধেছিলেন ৷ তা ছাড়া তৃণমূলের নীতি শেষ হয়ে গিয়েছে ৷ দুর্নীতিতে ভরে গিয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details