পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নানুরে বিজেপি কর্মীর উপর হামলা , অভিযোগ অস্বীকার তৃণমূলের

By

Published : Apr 29, 2021, 11:05 AM IST

অষ্টম দফায় বীরভূমে ভোটগ্রহণ । তার মধ্যেই গতকাল থেকে উত্তপ্ত নানুর বিধানসভা কেন্দ্র । বোমাবাজি , ভাঙচুর , দলীয় কার্যালয়ে হামলা ঘটেই চলেছে । আজ নানুরের সাওতায় কেমন ভোট চলছে তা দেখতে যান নানুরের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহা । ১১৯ ও ১২০ নম্বর বুথ ঘুরে ফেরার পথে তাঁর গাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তিনি বলেন , " সাওতার বুথে আমার এজেন্টকে বসতে দেওয়া হয়নি । সেখানের সমস্যা মিটিয়ে ফেরার পথে আমার গাড়ি ভাঙচুর করা হয় । আমার উপর হামলা করারও চেষ্টা করা হয় । এজন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দায়ী । " যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details