বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহের রোড শো
নদিয়ার নাকাশিপাড়ার বিজেপি প্রার্থী শান্তনু দে-র সমর্থনে রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রবিবার এই এলাকার বেথুয়া ডহরি নিতু বাজার থেকে বেথুয়া ডহরি গান্ধি মোড় পর্যন্ত রোড শো করেন তিনি ৷ এই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷