পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আগে চোর চুরি করলে জেলে যেত, এখন বিজেপিতে যায় ; কটাক্ষ অভিষেকের - আগে চোর চুরি করলে জেলে যেত, এখন বিজেপিতে যায় ; কটাক্ষ অভিষেকের

By

Published : Apr 21, 2021, 7:07 PM IST

"আগে চোর চুরি করলে জেলে যেত, এখন বিজেপিতে যায় " পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি জনসভা থেকে বিজেপিকে এভাবে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি শুভেন্দু অধিকারী থেকে জিতেন্দ্র তিওয়ারি সবাইকে চোখা চোখা ভাষায় আক্রমণ করেন ৷ তাঁর কটাক্ষ , "জিতেন্দ্র তিওয়ারি জিতলে নাকি কয়লার মাফিয়া রাজ শেষ হবে , এর থেকে হাস্যকর কিছু হয় না ।’’ একইভাবে তাঁর কটাক্ষ , "সব্যসাচী দত্তকে জেতালে নাকি সিন্ডিকেট রাজ শেষ হবে , শুভেন্দু জিতলে নারদ দুর্নীতি শেষ হবে আর মুকুল রায় জিতলে নাকি চিটফান্ড শেষ হবে । এই দুর্নীতিবাজরা জানত তৃণমূলে টিকিট পাবে না , তাই বিজেপিতে ভিড়েছে । " এদিনের সভায় মানুষের ভিড় ছিল নজরকাড়া ৷ বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ।

ABOUT THE AUTHOR

...view details