Sukanta Majumdar Criticises Jyotipriya Mallick: অর্জুনকে নিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্য গণতন্ত্রের পক্ষে সমীচিন নয়, কটাক্ষ সুকান্তের - Sukanta Majumdar Criticises Jyotipriya Mallick
রাজ্যের বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের মন্তব্য গণতন্ত্রের পক্ষে সমীচিন নয় বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Jyotipriya Mallick) ৷ রবিবার গান্ধি জয়ন্তীর অনুষ্ঠানে ব্যারাকপুরে রাজ্যপালের সঙ্গে একমঞ্চে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷ বিষয়টিতে আপত্তি জানিয়ে "একজন পেশাদার খুনির সঙ্গে একমঞ্চে বসতে চাই না", বলে মঞ্চ থেকে নেমে যান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর এরকম আচরণের সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন তিনি বলেন, "ব্যরাকপুরের মানুষ ভোট দিয়ে অর্জুন সিংকে সাংসদ করেছেন । শুধু তাই নয়, তিনি বিধায়কও ছিলেন । একাধিকবার নির্বাচিত হয়েছেন ৷ গণতন্ত্রে যাঁরা নির্বাচিত হন, তাঁদের বিরুদ্ধে এই ধরণের মন্তব্য করা ঠিক নয় ।"
Last Updated : Jan 30, 2022, 8:45 PM IST