পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

খোলা ময়দানে স্থানান্তরিত বেনাচিতি বাজার - সরানো বল বেনাচিতি বাজার

By

Published : May 22, 2021, 3:43 PM IST

কোনওভাবেই লাগাম টানা যাচ্ছিল না । নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে দোকানপাট খোলা থাকছিল ৷ ভিড়ে ঠাসাঠাসি করে জিনিসপত্র কেনার প্রবণতা কমানো যাচ্ছিল না ৷ শেষমেশ দুর্গাপুর মহকুমা প্রশাসন ও দুর্গাপুর নগর নিগমের যৌথ সিদ্ধান্তে সরানো হল বেনাচিতি বাজার ৷ রবিবার থেকে বেনাচিতি বাজারের ফল, সবজি ও মাছ বিক্রি হবে দেশবন্ধু নগর ময়দানে ৷ জানালেন, দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার ।

ABOUT THE AUTHOR

...view details