পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি বেলুড় মঠে - স্বামী সুবীরানন্দ মহারাজ

By

Published : Feb 4, 2021, 9:16 PM IST

কোভিড অতিমারীর কারণে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবেও ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে মঠের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে । এদিন সকালে স্বামীজীর মন্দিরে মঙ্গলারতি, বেদপাঠ ও স্তবগান, বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে হোম এবং সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। এছাড়াও স্বামীজীর ঘরে উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়ালের আয়োজন করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ পাঠ, ভজন, যন্ত্রসংগীতের আয়োজন করা হয়েছে। বিকেলে সেখানেই স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী বিষয়ে ধর্মসভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী 10 ফেব্রুয়ারি থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের প্রবেশদ্বার খোলা হবে ।

ABOUT THE AUTHOR

...view details