পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Belur Math Kumari Puja: কোভিডবিধি মেনে হল বেলুড়মঠের কুমারী পুজো

By

Published : Oct 13, 2021, 12:13 PM IST

আজ মহাষ্টমী ৷ মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, স্তোত্রপাঠের মধ্যে দিয়ে চলছে দেবীর আরাধনা ৷ চিরশাশ্বত রীতি মেনেই বিভিন্ন জায়গায় আজ পালিত হবে কুমারী পুজো ৷ রীতি মেনে এই মহাষ্টমীর সকালে বেলুড়মঠেও হল কুমারী পুজো ৷ 1901 সালে স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড়মঠের কুমারী পুজোর সূচনা হয়েছিল ৷ মা সারদার উপস্থিতিতে শঙ্খ, বাদ্য, অর্ঘ্য, বলয় ও বস্ত্রাদি সহযোগে 9 জন কুমারীকে পুজো করেছিলেন তিনি৷ চিরাচরিত সেই রীতি অনুযায়ী মৃন্ময়ী উমার পাশাপাশি দেবী রূপে পূজিত হন কুমারী ৷ করোনা পরিস্থিতিতে গতবারের মতো এবছরেও মূল মন্দিরের পশ্চিমের বারান্দায় দেবী মূর্তির সামনে কুমারী পুজোর আয়োজন করা হয় ৷ সকাল 9টা থেকে নিয়ম-রীতি মেনে পুজো শুরু হয় ৷ এ বছর করোনার জন্য সাধারণের প্রবেশ নিষেধ বেলুড়মঠে ৷

ABOUT THE AUTHOR

...view details