লকডাউন প্রত্যাহার করে সহযোগিতা করুন মুখ্যমন্ত্রী, আবেদন কৈলাসের - শিলিগুড়ি
JEE ও NEET পরীক্ষা নিয়ে চরমে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত । এই পরিস্থিতিতে পরীক্ষার আগে রাজ্যে লকডাউন প্রত্যাহার করতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় । শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ছাত্র স্বার্থের কথা ভেবেই লকডাউন প্রত্যাহার করে নিন মুখ্যমন্ত্রী । বন্দোবস্ত করুন পরীক্ষার । সহযোগিতা করুন সকলের সঙ্গে ।