লক্ষ্মীপুজোর আগে খনি অঞ্চলের বাজারে ভিড় নেই, কপালে ভাঁজ বিক্রেতাদের
লক্ষ্মীপুজোর আগে দুর্গাপুর খনি অঞ্চলের বাজারগুলিতে অন্য ছবি ধরা পড়ল ৷ প্রতিমা থেকে ফল, ফুল, অন্য পুজোর সামগ্রী সব কিছুরই জোগান বেশি কিন্তু চাহিদা কম ৷ দাম না বাড়ায় খুশি ক্রেতারা । তবে বিক্রি কম হোওয়ায় কপালে ভাঁজ বিক্রেতাদের ৷