দিঘায় জলোচ্ছ্বাস, জলমগ্ন সৈকত সংলগ্ন এলাকা - জলমগ্ন সমুদ্র সৈকত দিঘা
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দু'দিন ধরে একটানা বৃষ্টি ৷ আর এর ফলে জলমগ্ন দিঘা শহর। একদিকে অমাবস্যার কোটাল ও নিম্নচাপের জেরে রাতভর টানা বৃষ্টি । সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ দিঘা উপকূলজুড়ে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র । সকালে জোয়ারের সময় দিঘার গার্ডওয়াল টপকে জল ঢুকে পড়ছে দিঘা শহরে । জলে থৈ থৈ করছে একাধিক এলাকা । সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে প্রশাসনিক নজরদারি। কোনও পর্যটককে সমুদ্রের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। জারি হয়েছে সতর্কবার্তা। দিঘার পাশাপাশি তাজপুর, চাঁদপুর, জলদা, শংকরপুর এলাকায় ব্যাপক হারে ক্ষতি হয়েছে। সমুদ্রের জল বেশ কয়েকটি গ্রামে ঢুকে যাওয়ায় চাষের জমি নষ্ট হয়েছে ।