Police recover Stolen Mobile : 3 বছর আগে খোয়া যাওয়া ফোনও ফেরত, 280টি মোবাইল উদ্ধারে নজির বারাসত পুলিশের - চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল বারাসত জেলা পুলিশ
চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল বারাসত জেলা পুলিশ (Barasat police recover 280 stolen mobile phones) । বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে উদ্ধার হয়েছে প্রায় 280টি মোবাইল ফোন । এদিন ফোনগুলি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন বারাসত জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । পুলিশের এই উদ্যোগে খুশি মোবাইল মালিকরা ।
TAGGED:
Police recover Stolen Mobile