পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Barasat police on covid awarness : পুলিশ দেখেই মুখে কম্বল চাপা ! বারাসতে মাস্কবিহীনদের সবক শেখাতে পথে পুলিশ সুপার

By

Published : Jan 3, 2022, 10:09 PM IST

কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার । এই পরিস্থিতিতেও হুঁশ নেই একশ্রেণির মানুষের । মুখে মাস্ক ছাড়াই অসেচতনভাবে পথেঘাটে ঘুরে বেড়াচ্ছেন অনেকে ৷ পুলিশ দেখলেই হাতে থাকা রুমাল, কাপড় দিয়ে নাকে মুখে চাপা দিচ্ছেন ৷ সেইসব মানুষকে সবক শেখাতে রাস্তায় নামলেন খোদ বারাসত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । সেই সঙ্গে চলল করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারও (Barasat police on covid awarness ) । মাস্ক না পরে পথে বেরোনোর অভিযোগে আজ বারাসতের বিভিন্ন জায়গা থেকে মোট 60 জনকে গ্রেফতার করেছে পুলিশ । আগামী দিনেও মাস্কবিহীনদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details