কাগজ দিয়ে 1 ফুটের দুর্গা প্রতিমা বানালেন বাঁকুড়ার অপর্ণা - ডোকরা
বাঁকুড়ার কেন্দুয়াডিহি ভকত পাড়ার বাসিন্দা অপর্ণা সরকার । হাতের কাজে বেশ পারদর্শী ৷ সুযোগ পেলেই নতুন কিছু বানানোর চেষ্টা করেন । এবার খবরের কাগজ দিয়ে প্রায় এক ফুট উচ্চতার একটি দুর্গা প্রতিমা বানিয়েছেন তিনি ।