Bankura TMC : ভবানীপুরে জয়ের পথে দলনেত্রী, বাঁকুড়ায় উল্লাস তৃণমূল সমর্থকদের - ভবানীপুর উপনির্বাচন
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা নির্বাচন এবং ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘিরে ইতিমধ্যেই দিকে দিকে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মীরা । বাঁকুড়া শহরের রাসতলা মোড়ে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়ালের নেতৃত্বে আবির খেলা-সহ বাজি পোড়ানো ও মিষ্টিমুখ করানো হয় পথচলতি মানুষদের ।