"একটি গাছ একটি প্রাণ", জামাইদের চারা উপহার শাশুড়ির - sapling
ভোজনরসিক বাঙালি বাহারি খানাপিনা আর উপহার বিনিময়ের মধ্যে দিয়েই পালন করে জামাইষষ্ঠী । কিন্তু একেবারে অন্যরকম ভাবে আজকের দিনটি পালন করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দক্ষিণ বেলাপাড়ার দুই শাশুড়ি রাধারানি দে ও বাণী গুনিন । আর পাঁচ জন শাশুড়ির মতো রাধারানি ও বাণী গুনিন সকাল থেকে জামাইয়ের মঙ্গলকামনায় উপোস করে পুজো দিয়েছেন । পঞ্চব্যঞ্জন রেঁধে তুলে দিয়েছেন জামাইদের পাতে । কিন্তু উপহার হিসেবে জামাইদের হাতে তুলে দিয়েছেন চারাগাছ । অভিনব উপহার পেয়ে খুশি দুই জামাই প্রশান্ত বিশ্বাস ও উৎপল বায়েন ।