রাজ্যে শেষ হলেও কোচবিহারে বাড়ল বঙ্গধ্বনি যাত্রার সময়সীমা - রবীন্দ্রনাথ ঘোষ
গোটা রাজ্যে বঙ্গধ্বনি যাত্রা আজ শেষ হলেও, কোচবিহারে আরও পাঁচদিন চলবে । এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেছিলেন । তাঁর কর্মসূচিতে সময় দেওয়ায় ওই কটা দিন বঙ্গধ্বনি যাত্রা স্থগিত ছিল । তাই কোচবিহারে বঙ্গধ্বনি যাত্রার সময়সীমা বাড়ানো হয়েছে ।"