শৈশব ফিরে দেখল বালুরঘাট আর্য সমিতি ক্লাব - দুর্গাপুজো 2019
বালুরঘাট আর্য সমিতি ক্লাবের 71 তম বর্ষের ভাবনা 'ফিরে দেখা শৈশব' । পুজোমণ্ডপে আসলেই আপনি ফিরে যাবেন আপনার শৈশবে ৷ পুজোমণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে সাবেকি প্রতিমা । পুজোমণ্ডপে রয়েছে লাটাই, ঘুড়ি, লাটিম, কাচের গুলতি, কমিক্সের নানা বইও ।