চালু হবে বিমান, টাচ ফ্রি স্ক্রিনিংসহ একগুচ্ছ ব্যবস্থা বাগডোগরা বিমানবন্দরে
আগামী 36 দিনের বিমানসূচি ঘোষণা করা হল বাগডোগরা বিমানবন্দরের তরফ থেকে ৷ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিনে 10টি করে বিমান চলাচল করবে ৷ আগে দিনে 36টি বিমান ওঠানামা করত ৷ বিমান বন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্য পি জানান, ‘‘যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে ৷ টিকিট বিক্রিও শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় নির্দেশিকা মেনেই চলবে বিমানগুলি ৷ টাচ ফ্রি স্ক্রিনিং, স্ক্যানার ও বাড়তি CCTV লাগানো হয়েছে ৷ যাত্রীদের আনতে হবে ওয়েব বোর্ডিং পাস ৷ হাত ও ব্যাগ স্যানিটাইজ এবং জুতো জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের পরই পরবর্তী ধাপে এগোতে দেওয়া হবে ৷ নিরাপত্তাকর্মীরা উইন্ড শিল্ডের ওপার থেকে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করবেন ৷ নিরাপত্তাকর্মীদের মুখে থাকবে মাস্ক ৷’’
Last Updated : May 27, 2020, 10:51 AM IST