পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

যাকে বলা হচ্ছিল নারী, দেখা যাচ্ছে তার গালেই দাড়ি : বাবুল - Babul supriyo talk about Jadavpur issue

By

Published : Sep 25, 2019, 8:29 AM IST

যাদবপুর ইশু নিয়ে মুখ খুললেন BJP সাংসদ বাবুল সুপ্রিয় ৷ বললেন, "যাদবপুর কাণ্ড নিয়ে মিথ্যাচার চলছে । যাকে বলা হচ্ছিল নারী, পরে দেখা যাচ্ছে তার গালেই দাড়ি । যাকে বলা হচ্ছে আমি কনুই দিয়ে মেরেছি, দেখছি সেই আমার জামা ছিঁড়ে দিচ্ছে । যার গেঞ্জি টেনে আমি হেনস্থা করেছি বলে অভিযোগ উঠছে দেখা যাচ্ছে আমি তাকে ডেকে বোঝাচ্ছি, বুদ্ধদেববাবু এত ভদ্র নেতা, এটা তোমরা কী করছ ?" 19 সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে SFI এবং অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন বাবুল ৷ রণক্ষেত্রের চেহারা নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ পরে রাজ্যপালের সাহায্যে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details