তৃণমূলের নেতারা খাঁচায় টিয়া পাখি নিয়ে বসেছে : বাবুল - campaigning
"তৃণমূলের নেতারা যারা 42 এ 42 বলছে তাঁরা সবাই জ্যোতিষী হয়ে খাঁচায় টিয়া পাখি নিয়ে বসেছে। তাই আমরা কত ভোটে জিতব বলব না।" আসানসোল লোকসভা কেন্দ্রের পাণ্ডবেশ্বরে প্রচার করতে এসে তৃণমূলকে কটাক্ষ বাবুল সুপ্রিয়র। দেখুন সেই ভিডিয়ো।