সকলের জন্য় খোলা হল বোটানিক্যাল গার্ডেন
বছরের প্রথমদিনে সর্বসাধারণের জন্য খুলল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেন । বছরের প্রথম দিনে কলকাতা, হাওড়া-সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিড় করেন হাওড়ার শিবপুর বোটানিকাল গার্ডেনে । কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সম্প্রতি প্রাতঃভ্রমণকারিদের জন্য খোলা হয় । এবার সকলের জন্য় খোলা হল উদ্যান । যদিও গার্ডেন খোলার সময়সূচিতে রদবদল করা হয়েছে। ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ৯ টা পর্যন্ত প্রাতঃভ্রমণকারীদের জন্য খোলা থাকবে। এরপরে সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকবে উদ্যান । ভ্রমণকারীদের জন্য ম্যাস্ক পরে ভিতরে ঢোকা বাধ্যতামূলক করা হয়েছে ।