Awareness to prevent Ganga Pollution : গঙ্গা দূষণ রোধে দেশব্যাপী মশাল যাত্রার সমাপ্তি বকখালিতে - বকখালির খবর
গঙ্গা দূষণ রোধে সচেতনতা (Torch march to stop Ganga Pollution) বাড়াতে দেশ জুড়ে শুরু হয়েছে মশাল যাত্রা ৷ হৃষিকেশ থেকে শুরু হয়ে পাঁচ রাজ্য ঘুরে পশ্চিমবঙ্গের বকখালিতে বৃহস্পতিবার মশাল যাত্রার সমাপ্তি হয় । শুধুমাত্র সরকারি উদ্যোগে নয়, গঙ্গার যে বিশাল পরিধি তাতে দূষণ রোধ করতে সকলকেই এগিয়ে আসতে হবে এবং দূষণ রোধে জন আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান স্বচ্ছ গঙ্গা মিশনের আধিকারিক ডা: সঞ্জীব বেরা ৷