পুলকার ও স্কুলের গাড়ি নিয়ে সচেতনতা শিবির - Awareness camp on Pool car and school car
চন্দননগর পুলিশ কমিশনারেটের পর হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে জেলার পুলকার চালক, স্কুল কর্তৃপক্ষদের নিয়ে অডিয়ো ভিজ়ুয়াল প্রোগামের মাধ্যমে সচেতনতা শিবির করা হচ্ছে ৷ উপস্থিত থাকছেন, হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিক, গ্রামীণ ট্রাফিক পুলিশ ও RTO অফিসাররা ৷ প্রোগামে চালকদের পুলকার ও স্কুলের গাড়ি চালানোর জন্য বিভিন্ন নিয়ম কানুন , সুপ্রিম কোর্টের নিয়মাবলিসহ গাড়ির স্বাস্থ্য, চালকের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি বিষয় নিয়ে সচেতন করা হচ্ছে । দেখুন ভিডিয়ো . . .