পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতেই পথে নামল বসিরহাট - বসিরহাটে ভাষা দিবস

By

Published : Feb 21, 2020, 9:48 AM IST

পদ্মাপাড়ের ঢঙে মধ্যরাতেই ভাষা শহিদদের শ্রদ্ধা জানাল বসিরহাট । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পথে নামলেন বসিরহাটের লেখক, শিল্পী, সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা । বসিরহাট মহকুমা ভাষা চর্যা পরিষদ, বসিরহাট লিটল ম‍্যাগাজিন মেলা কমিটি ও 'শ্রাবস্তী'র পরিচালনায় রাত বারোটার পর বসিরহাট টাউনহল থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। সেই স্বতঃস্ফূর্ত মিছিলে পা মেলালেন অসংখ্য ভাষাপ্রেমী। মিছিলটি শহর পরিক্রমা করে বসিরহাট রবীন্দ্রভবনের কাছে সূর্যকান্ত উদ্যানে পৌঁছয়। সেখানেই ফুল দিয়ে ভাষা শহিদ স্মারক বেদিতে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details