কুলিক নদীতে চাই সেতু, দাবি শেরপুরের বাসিন্দাদের - রায়গঞ্জের শেরপুর গ্রামপঞ্চায়েত
রায়গঞ্জে শেরপুর গ্রামপঞ্চায়েতের খলসিঘাটে কুলিক নদীর উপর একটা সেতু চাই । দীর্ঘদিনের দাবি স্থানীয়দের । তাঁদের বক্তব্য, সেতু হলে ত্রিশ কিলোমিটার রাস্তা কমে গিয়ে দাঁড়াবে মাত্র আট কিলোমিটারে । উপকৃত হবে পার্শ্ববর্তী গ্রামের মানুষ । স্থানীয়দের অভিযোগ, নদীর উপর সেতু তৈরি নিয়ে শুধুই হয় রাজনীতি, তাঁদের আর সমস্যার সমাধান শেষ হয় না । ইটিভি ভারতের @জনতায় সেতু না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা ।