আবর্জনায় ভরা জলাশয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব; সমস্যায় রানিগঞ্জবাসী - @জনতা
আসানসোল পৌরনিগমের 90 নম্বর ওয়ার্ডের রাজার বাঁধ এলাকা । সেখানে রয়েছে বহু পুরানো একটি জলাশয় । কিন্তু সংস্কারের অভাবে তার অবস্থা বেহাল । কচুরিপানায় ভরতি । আবর্জনা জমে জমে দূষিত হচ্ছে জল । দুর্গন্ধও ছড়াচ্ছে । বাড়ছে মশার উপদ্রব । ইটিভি ভারতের @জনতায় রানিগঞ্জবাসীর সেই সমস্যার কথা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রণেন্দু মাঝি ৷