@জনতা : রাস্তার খন্দে হোঁচট যান থেকে জনতার - @জনতা
হাওড়া অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সালকিয়া স্কুল রোড ৷ দীর্ঘদিন ধরে বেহাল এই রাস্তা ৷ প্রায় দু’বছর ধরে মেরামত হয়নি, অভিযোগ এমনটাই ৷ ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা ৷ ইটিভি ভারতের @জনতায় সাধারণ মানুষ জানালেন সেই সমস্যার কথা ৷