10 তারিখের পরে ধামাকা তৈরি হবে পশ্চিমবঙ্গে : লক্ষণ ঘোড়ুই - lakshman ghorui at chai pe charcha
"বর্তমানে পশ্চিমবঙ্গে 72 লাখ কৃষক আছেন । কৃষক সম্মান নিধি যোজনার পাওনা টাকা তাদের দেওয়া হয়নি । কেন পেল না তার উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে । পশ্চিমবঙ্গে 6 মাস পর ক্ষমতায় আসব । ক্ষমতায় আসার পর প্রথম মিটিংয়েই পাশ হবে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং কৃষক সম্মান নিধি যোজনা পাশ করাব, পশ্চিমবঙ্গের মানুষকে পাইয়ে দেব ।" আজ সকালে কাঁকসার গোপালপুরে চায়ে পে চর্চা অনুষ্ঠানে BJP-র পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই একথা বলেন । তিনি আরও বলেন, " ওটা পিসি ভাইপোর পার্টি হয়ে গেছে । লিমিটেড কম্পানি হয়ে গেছে । তৃণমূলের নেতা-মন্ত্রী-MLA-কাউন্সিলর-প্রধান প্রতিদিন দল ছাড়ছেন । 10 তারিখের পরে ধামাকা তৈরি হবে পশ্চিমবঙ্গের বুকে । আর তৃণমূল দল থাকবে না ।"