হাথরসের ঘটনায় যোগীরাজের অবসান চাইলেন অশোক - অশোক ভট্টাচার্য
হাথরসের ঘটনার জেরে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল সংঘটিত করল বামেরা। ওই মিছিলে পা মিলিয়ে যোগীরাজের অবসান চাইলেন CPI(M) বিধায়ক এবং শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। শনিবার বিকালে কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু করে বামেরা। সেই মিছিলে হাজির হয়ে অশোক ভট্টাচার্য বলেন, "নানা দাবি-দাওয়া নিয়ে আমাদের মিছিল পূর্ব ঘোষিত ছিল। কিন্তু হাথরসের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা সামনে আসার জেরেই আমরাও প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আমরা চাই যোগীরাজের অবসান হোক।" একইসঙ্গে এই রাজ্যের আইন শৃঙ্খলার সমালোচনা করেন অশোক ভট্টাচার্য।