চিকিৎসার জন্য কলকাতায় আনা হল অশোক ভট্টাচার্যকে - কলকাতায় চিকিৎসার জন্য অশোক ভট্টাচার্য
আজ সকালে আনন্দপুরে EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় অশোক ভট্টাচার্যকে ৷ সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে তাঁর ৷ 24 অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি ৷ রাতে তাঁর বমিও হয় । বুকে চাপা যন্ত্রণা অনুভব করেন ৷ পরিজনরা তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ এরপর আজ সকালে তাঁকে কলকাতায় আনা হয় ৷