গুরুংয়ের সঙ্গে গোপন ডিলটা প্রকাশ্যে আনুন মমতা বন্দ্যোপাধ্যায় : অশোক ভট্টাচার্য - ashok bhattacharya on bimal gurung
পাহাড়ের রাজনীতিতে ভোলবদল । NDA-র সঙ্গ ছেড়ে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মসনদে দেখতে চান বিমল গুরুং । এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও গুরুংয়ের গোপন ডিল আছে বলে মনে করছেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । বিমল গুরুংয়ের নাটকীয় ভোলবদল নিয়ে অশোক ভট্টাচার্য জানান, "সবটাই গোপন ডিল। কী সেই ডিল প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । গুরুং বলেছেন পৃথক রাজ্যের দাবি থাকছেই । তাহলে গুরুং ফের মমতার সান্নিধ্য কেন চাইছেন ?" তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছেন কী দেননি তা জানতে চাই । এর উত্তর জানতে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ।"
Last Updated : Oct 22, 2020, 8:54 AM IST