BJP-কে ইঁদুরের গর্তে ঢোকাতে 5 মিনিটও লাগবে না : অসীমা পাত্র - ধনেখালির বিধায়ক অসীমা পাত্র
"আজকে কীসের ভয় ! আমরা যদি একত্রিত হয়ে লড়াই করি তাহলে BJP-কে ইঁদুরের গর্তে ঢোকাতে আমাদের 5 মিনিট লাগবে না ৷" এভাবেই আজ BJP-র দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ধনেখালির বিধায়িক অসীমা পাত্র ৷ বলেন, "যারা বলছে 6 ফুট গর্তে ঢুকিয়ে দেব তাদের 21 সালে দেখিয়ে দেব ৷ তাদের 21 সাল যেতে হবে না ৷ BJP কত দুধ খেয়েছে তা দেখা যাবে এই 2020 সালে ৷" দলের নেতা-কর্মীদেরকেও সাবধান করে তিনি বলেন, "পদ দেওয়া হয়েছে কাজের জন্য, বাড়িতে বউয়ের সঙ্গে গল্প করার জন্য নয় ৷"